হাতিয়ায় র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাতের সর্দার নিহত, আগ্নেয়াস্ত্র সহ আটক ৪
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। সে সাথে ৬টি আগ্নেয়াস্ত্র সহ ৪ ডাকাতকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে বুডিরচর ইউনিয়নের সূর্যমূখী ঘাটে ঘটনাটি ঘটে। পরে আটক ডাকাত সদস্যদের হাতিয়া থানায় সৌপার্দ করা হয়।
র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দন চৌধুরী পি পি এম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে হাতিয়ার সূর্যমূখী ঘাটে দীর্ঘদিন থেকে ডাকাতের একটি গ্রুপ নদীতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি ট্রলার আটক করার চেষ্ঠা করলে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। পরে আহত অবস্থায় ১জন ও ট্রলারের মধ্যে থাকা ৪জনকে আটক করে র্যাব। আহত ডাকাত সদস্যকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনাহলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
নিহত জলদস্যু কমান্ডার মো.বাহার উদ্দিন (৪৩), হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলম’র ছেলে।
আটককৃতরা হলো, রাজবাড়ি জেলার কালিয়া কান্দি থানার মো.শাহাদাত শেখ’র ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো.আবুল হোসেন’র ছেলে মো.মুরাদ (৩০)।
এব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান নিহত ডাকাত সর্দার বাহারের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেলা সদরে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।